স্বপ্নের পথে ঝরে যাওয়া পাতা কুড়োতে যে জন চায়
জীবনের পথে সফলতা যার চরম অন্তরায়
তবুও যে তার পথ চলাকে দিয়ে যায় বহু দাম
পরম দিনের চরম ক্ষনেও ঝরে যার গায়ে ঘাম
সে'ই তো সদা সময়ের সেরা হৃদয়ের দাবিদার
ব্যর্থতার গ্লানিকে সে করে দেবে ছারখার
এমন মহান বীরকে দেখে ভৎসনা করে যে
সে অন্ধের চোখে দৃষ্টি দেবে কে?


আলো আধারের মাঝে চলা যার জীবনের প্রতি ধাপ
যার প্রতিটি ধাপেই আছে লড়াইয়ের উত্তাপ
জীবনের রূপ যার কাছে এক বৃহৎ রণক্ষেত্র
পাশে পেয়েও যে খোজে না কভু তার একজনও মিত্র
একা হাতে যে সব অন্যায় দমন করতে চায়
তার মত বড় যোদ্ধা হেথা পাওয়া যে বড় দায়
এমন যোদ্ধার সামর্থকে অবজ্ঞা করে যে
সে অন্ধের চোখে দৃষ্টি দেবে কে?


যার পথে দেখা যায় জীবনের বাস্তব রূপকথা
যার কাছে কোন বিষয়ই নয় সাময়িক ব্যর্থতা,
যার পথে সদা আসতে থাকে লক্ষ কোটি বাধা
যার চোখে সবে লাগাতে চায় সর্বক্ষণ ধাঁধা
তবুও যার লড়াইয়ের পথ হয় না কভু শেষ
তার জীবনে পরাজয়ের সম্ভাবনা থাকে না লেশ
এমন সৌর্যের অধিকারীকে পাত্তা দেয় না যে
সে অন্ধের চোখে দৃষ্টি দেবে কে?


মহাবীরকে যে জন সদা বলে উচ্ছৃংখল
যার বুকেতে থাকে না কভু লড়াই করার বল
অন্যকেও যে সামনের দিতে যেতে দেয় না কভু
যে বলে ভাগ্যের সকল কথা লিখে রেখেছে প্রভু
যে বলে, ভাগ্য প্রকৃত অর্থে কর্মফল নয়
তার মনের সাহস সকল হয়ে গেছে আগে ক্ষয়
এমন হীন মানুষের পথে অনুসারী হয় যে
সে অন্ধের চোখে দৃষ্টি দেবে কে?