শেষ অঘ্রায়নের রাতে
নীড়ে ফেরার উচ্ছ্বাস,
নির্জন হাইওয়ে সাক্ষী
কারো প্রনয়ের দীর্ঘশ্বাস।

অজস্র অতীতের শহরে
ছুটে চলে নাইট কোচ,
আকাশচুম্বী ঊষ্ণ কক্ষের
প্রতিটি স্থানে স্থানে শূন্যতা।

এক মগ কফি হাতে
প্রিয়জনের অপেক্ষা,
নির্মল মেঘের আড়ালে
স্নিগ্ধ আজও  ভালোবাসা।