স্বাধীনতা - স্বাধীনতা   তুমি মোদের মুক্তির গান,  স্বাধীনতা তুমি  লাখো শহিদের মায়ের প্রাণ ।  লক্ষ লক্ষ বীরেরা   জীবন ত্যাগে হয়েছে মহীয়ান , ইতিহাসের স্বর্ণপাতায় থাকবে তাদের নাম অম্লান । মুক্তির দাবি নিয়ে মোরা দিয়েছি জীবন বিসর্জন , তবুও মোরা হয়নি পিছপা করেছি তোকে অর্জন । লক্ষ লক্ষ মানব দিয়েছে প্রাণ তোমাকে পাবার জন্য এখনো দিতে প্রস্তুত মোরা হয়নি মাতৃকোড় শূণ্য । এখনো মোরা স্বাধীনতার জন্য হতে পারি আগুনের শিখা , জ্বালিয়ে দিতে পারি দুর্নীতির সেই প্রানলেখা ।
স্বাধীনতার পর মুসলিম রাষ্ট্রে নেয় কেনো স্বাধীনতা তবে , ধর্মের কথা বললে কেনো বন্ধি হয়ে যেতে হবে ? একটু স্বাধীনে থাকার জন্য স্বাধীনতা অর্জন, তবে    কেনো চলার মাঝে প্রতিপদে অনিয়ম মানতে হবে ? কেনো মোদের স্বাধীনতা অর্জন করেও থাকতে হবে পরাধীন , কেনো আজ সঠিক সত্য কথা বললে জীবন হয়ে যায় বিলীন ? তোমাকে এনে করেছি কি অন্যায় বলো তুমি হে স্বাধীনতা, তবে কেনো মোরা আজ জীবন দেবো অযথা ? কেনো তারা অনিয়ম করলে থাকতে হবে চুপ , এই কি তবে একাত্তরের জীবন বাঁচানো স্বাধীনতার রূপ ?