ইচ্ছে করে তোমার মাঝে
থাকব বেঁচে চিরকাল,
রেখো না মা স্মরণে মোরে
মানবের মতো ক্ষণকাল ।


ইচ্ছে করে প্রজাপতির মতো
রঙিন ডানা মেলতে,
উড়ে বেড়ায়ে হৃদয় জুড়ে
সীমাহীন নীলে খেলতে!


ইচ্ছে করে পক্ষী হয়ে
বেড়ায় উড়ে নীল আকাশে,
দিনের শেষে খাদ্য খুঁজে
ফিরতে সন্ধ্যার বাতাসে ।


ইচ্ছে করে স্রোতের মতো
অবিরাম ছুটে চলতে,
দেখব আমি কোথায় গিয়ে
থামছি স্রোতে ভাসতে ভাসতে ।
                                    
ইচ্ছে করে গাহি কুহুতান
অন্যপুষ্ঠের বেশে,
সবুজ শ্যামলে ভরা
ঋতুর রাজা বসন্তের দেশে।


ইচ্ছে করে অরুন হয়ে
উদিত হয় পূর্বনন্তে,
ছড়িয়ে দিতে অরুন আলো
ধরীত্রের প্রতিটি জীবন্তে ।


ইচ্ছে করে সবুজ বৃক্ষ হয়ে
জন্মাতে এই দেশে,
প্রিয় জননী এই ভুবনকে
হৃদয়ে ভালোবেসে ।