দাম বেড়েছে আকাশছোঁয়া,
চামড়াজাত সব পণ্যের।
কুরবানির চামড়াগুলো অবিক্রিত,
এতিমখানায় ক্ষুধার্ত চোখ অন্নের।


বস্তাবন্দি চালের দামটা,
ধরাছোঁয়ার বাইরে।
কৃষকের ধানের দাম নেই,
কপাল চাপড়ায় হায়রে!


ফ্রাইড চিকেন দামী অনেক,
খাদ্য বড়লোকদের।
খামারিদের মুরগির দাম নেই,
ভাগ্য খারাপ ওদের।


দুধে তৈরী সাবান ক্রীম,
জানি অনেক দামী।
শিল্পপতি দামটা তো পায়,
বঞ্চিত ফার্মের মালিক আমি।


এগ স্যুপের গরম জল,
ঢেলে দিলেই মার্কেটে অনেক পয়সা।
মুরগী পালা খামারিদের,
তবে কেন করুণ দশা?


খামার বাড়ীর ফল সবজি,
বিক্রিত নামমাত্র মূল্যে।
প্রসেসিং এর ফ্লেভার দেওয়া ফুডের,
দামটা ঠিকই আকাশেতে তুল্লে।


রচনাকাল - ২৫/০৮/২০১৯ইং, ঢাকা।