কতদিন আগের কথা আমার জন্মক্ষণ!
জন্মেছি এই বাংলায়,
প্রিয় ডাকাতিয়া গাঁয়।
মায়ের পরে দু'চোখ মেলে,
ডাকাতিয়ার রূপ দেখি,
আহা সুন্দর অপরূপা রূপ আমার গায়ে মাখি।
কৃষক সাজায় গ্রামখানিকে,
সবুজের সোনার রূপে,
দূরের পথিক অবাক হয় সে রূপ দেখে।
আমার গাঁয়ের মানুষের মুখে হাসি,
কী যে শোভাময়!
দেখলে মনে সুখের জোয়ার বয়।
মায়ের মতো ডাকাতিয়ার রূপে,
অবুঝ সরল মায়া,
মায়ার মাঝেই লুকিয়ে আছে ভালবাসার ছায়া।


রচনাকাল - ২০০০ সালের দিকে হবে, তারিখ মনে নেই। কিশোর বেলার লিখা। আনাড়ি হাতে।