বিশ্বাসের চাবুকে ক্ষতবিক্ষত হয়ে -
আমি দাঁড়িয়ে আছি বুড়ো বটগাছটা জড়িয়ে ধরে!
তোমারই ফিরে আসার প্রতীক্ষায়।
অপেক্ষার সময়টা অপ্রত্যাশিত,
অনেকটা আমার জানার বাইরেও।
তবুও একটা জেদী ইচ্ছে চেপেছিলো মনে,
তাই সব উপেক্ষা করে ঠাঁয় দাঁড়িয়ে আছি,
তোমারই ফিরে আসার প্রতীক্ষায়।
অথচ আজকের তুমি আর সেদিনের তুমির মধ্যে,
সেই কবে দাঁড়িয়ে গেছে বিশাল একটা প্রাচীর।


কইতরী, এখনো তোমায় পাশে পেলে মনে শান্তি পাই!
তাই সোনা, রুপা, মোহর দিয়ে তোমায় পেতে চাই।


রচনাকাল - ২১/১১/২০১৬ইং, ঢাকা।