জনাব, দেশে এখন কি চলছে?
- ওই আগে যা চলতো।
সেটা কি জনাব?
- পরের ধনে পোদ্দারি।
চমৎকার জনাব।
- কী দারুণ বাহারি!
শুনেছি ত্রাণ চুরি!
- ওসব পুরনো।
তাহলে নতুন?
- কৃষকের কাঁচা-পাকা ধানে মই।
বলেন কী জনাব! প্রশাসন কই?
- ছবি তুলে, মিডিয়ায় দেয়।
আর মিডিয়া?
- আকাশে উড়ে।
ফেসবুকে দেখেছি ওদের উড়াউড়ি।
- জ্বী ফেসবুকে আপডেট তাড়াতাড়ি।
উফফ! আর কিছু জনাব!
- জনপ্রিয় ফ্যাশন, ন্যাড়া মাথা।
এটা কোনো কথা!
- জ্বি, মাথাব্যথা ছাড়াতে ছাটছে মাথা!
গলা থেকে কেন কাটছে না?
- গলায় করোনার উপসর্গ!
ও আচ্ছা।
- জ্বী এরকমই চলছে কাহিনি-কেচ্ছা।


রচনাকাল - ০১/০৫/২০২০ইং, ঢাকা।