ঘরটাও খালি লাগে মামণিকে ছাড়া,
বাড়ীটাও শূন্য মনটা দিশেহারা।
বাবা ছাড়া ঘরটাতে নেই কোন মায়া,
সারা বাড়ী খুঁজে ফিরি মমতার ছায়া।


অন্তরে প্রার্থনা বাবা মা'র তরে,
বাবা-মা ফিরে এলে ঘর যাবে ভরে।
মমতার ছায়াটাও পেয়ে যাবো ফিরে,
ঘরবাড়ী পরিণত শান্তির নীড়ে।


দয়ার দুয়ার খোলো ওহে দয়াময়,
বাবা-মা'র যেন কোনো কষ্ট না হয়।
তাদের কষ্টের বিনিময় আমার সাথে করো,
রহমতের শীতল ছায়া তাদের উপর ধরো।


সকল মুশকিলে তুমিই আসান হও,
সুরক্ষা নিশ্চিতে তুমিই পাশে রও।
হে আল্লাহ মহান রাব্বুল আলামীন,
সুস্থ শরীরে বাবা-মাকে কাছে এনে দিন।


রচনাকাল - ১৯/০৮/২০১৯ইং, ঢাকা।