আমি মায়ের দুধের সাথে,
অদ্ভুত তরল মায়া করেছি পান,
মায়ের সেই তরল মায়ায়,
আমার নাড়ীর হ্যাচকা টান।
স্রেফ ভালবাসি বলে মাগো,
জুড়ায় না এই প্রাণ,
তোমার ভালো থাকার তরে,
হয়ে যেতে চাই কোরবান!
তোমার কষ্ট আমার হোক,
তোমাতে বিরাজিত অনাবিল সুখ।
এতেই আমার ভালো থাকা,
মা ছাড়া যে সকল সুখই শুধুই মরীচিকা!
মায়ের মায়ায় পরাণ পুড়ে,
অগ্নিদাহ সারা বুকটা জুড়ে।
জন্মেছিলাম মাগো একলা ঘরে,
সেকথা যখন মনে পড়ে,
আমার জগৎ খাঁ খাঁ করে,
আকুল পরাণ তোমার মায়া মিশাতে চায় অন্তরে।
পোটলা ভরে যতন করে,
আমার মায়া রেখো তুলে,
নিয়ে নিবো পরাণ ভরে,
ফিরবো যখন তোমার কোলে।


ভালো থেকো মা,
তোমার খারাপ পরাণে সয় না।


রচনাকাল - ১৫/০৫/২০২০ইং, ঢাকা।