হে মরণ তুমি আর কতদূর!
মিটে গেছে জীবনের সাধ,
তোমাতেই হয়তো আমার মুক্তির ভোর!
কেটে গেছে জীবনের সুর,
তাইতো শুধাই বারবার,  
ওগো মরণ তুমি আর কতদূর!


ভালোলাগা কবেই হয়েছে শেষ,
মনেমনে জীবন্ত জ্বলি আমি,
তবুও মুখে হাসি নিয়ে বলি, আছিতো বেশ।
থেমে থাকা জীবনে অবহেলা অনিঃশেষ,
কষ্টের ক্ষত ঢেকে রেখে পথ চলি,
বুঝতে দেইনা কাউকে তার এক লেশ।


একটু একটু করে প্রতিদিন মরে যাই,
নির্ঘুম রাত্রি সাক্ষী হয়ে থাকে,
চিৎকার করে বলতে পারিনা তবুও, আমি ভালো নাই।
ভাবনা জুড়ে আমিতো মরাই,
এবার একেবারে মরে যাওয়াই ভালো,
এতো শত চাপা কষ্ট হতে মুক্তি তো পাই!


-২৯/০৫/২০১৯ইং, ঢাকা।