বাঁশ ঝাড়ের প্রতিবেশী হবো স্থায়ী ঠিকানায়,
বুনো ঘাঁস বুকে জড়িয়ে আহারে কত যে মায়ায়।
দিন মাস বছর যায় সেই সময়ের অপেক্ষায়,
না চাইলেও মরণ কাছে ডাকে কী যে মমতায়!


পিপীলিকার খাদ্য হবো ওদের ক্ষুধা যন্ত্রণায়,
আরো কতো পোকারাও খেয়ে যে নিবে আমায়।
নীরবে সয়ে যেতে হবে যতটুকু লিখা রবে আমলনামায়,
কোনই লাভ হবেনা সেদিন করে বিফল হায় হায়!


মিশে যাবো মাটির সাথে মাটির ভালবাসায়,
কত যে কষ্টে মন জুড়ে থাকে মরণের ভাবনায়।
মিছে মায়া বেঁচে থাকা কত যে সুখের আশায়,
সেইদিন কে পাশে রবে অপার কষ্ট দরিয়ায়!


জীবনের মায়া ভুলে পাড়ি দিতে হবে গন্তব্য অজানায়,
কখন জানি ডাক দেন মহান আল্লাহ তালায়!
সেই ডাকে সাড়া না দিয়ে নেই যে কোন উপায়,
কেন যে বড়াই করো তোমরা কিসের অহমিকায়!


রচনাকাল - ০৬/০৪/২০১৯ইং, ঢাকা।