ছোট্ট দেহ, ছোট্ট সে পা, ছোট্ট দু'টি হাত,
মায়ের বুকে মেলে দিলেই, মিটে যেত সাধ।
মায়ের বুকের জমিনটা, এখন অনেক দুর,
শত কষ্টেও পাই না খুঁজে, সকাল, সন্ধ্যা, ভোর।
অভিমানে ঝরত জল, কচি দু'টি চোখে,
মা দিলে একটু সোহাগ, হেসে উঠতাম সুখে।
সেদিন গুলি হারিয়ে গেছে, এখন আর নেই,
কষ্ট এখন নিত্য সঙ্গী, জীবনটা এই।



*আমন্ত্রণঃ আসরে আমার, মাকে নিয়ে লেখা অন্য কবিতাগুলোর লিংক নিচে দিলাম আর সময় সুযোগ বুঝে পড়ার আমন্ত্রণ জানালাম। কাল ও পরশু আমার, মাকে নিয়ে আয়োজন "বাণী" ও "দামী" পড়ার জন্যে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। পাশে পাবো আশা রাখি। শুভকামনা, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই।


মাকে নিয়ে আসরের আমার অন্য কবিতা সমূহের লিংকঃ
http://www.bangla-kobita.com/ashiq/poem20140130104951/


http://www.bangla-kobita.com/ashiq/poem20140223113234/


http://www.bangla-kobita.com/ashiq/poem20140314115435/