১. যে আবেগ প্রকাশের শেষ কোন ভাষা নেই। বুক ভরে অনুভব করে নিতে হয় একটিমাত্র শব্দে 'মা"।
২. আমার এই অশ্রু পার্থিব মূল্যহীন। কি জানি! অপার্থিব কোন ভেলু আছে কিনা!
৩. রাতের আকাশ হতে হিম হিম শীতে শিশির বিন্দু হয়ে ঝরে পড়েছিলাম দুনিয়ার নরম ঘাসের বুকে, আবার সকালের সামান্য রৌদ্রে তপ্ত হয়ে ছেড়ে যাবো এই মায়ার দুনিয়া। বড়ই বিচিত্র! অদ্ভুত মানব জীবন।
৪. সকালে ফোটা ফুল, দুপুর কিংবা বিকালে আর বিকালে ফোটা ফুল রাতে কিংবা সকালেই ঝরে পড়ে। মানব জীবনের ন্যায়! নয়তো কি!
৫. যে আবেগ প্রকাশের কোন ভাষা নেই, বুকের মধ্যে চরম কষ্ট অথবা পরম সুখের অনুভুতি জাগায়, তাই আমার অন্তরজ্বালা।
৬. ফুলের কলি আনন্দে মেতে থাকে, ফুল হয়ে ফোটলেই ঝরে পড়ার ভয়ে ভোগতে থাকে। ঠিক যেন মানব জীবনের প্রতিচ্ছবি!
৭. আমার মন দুনিয়ার পার্থিব ভাল কিছুই হারাতে চায় না! কি লোভী আমার মন! নয় কি?
৮. মানব জীবনে কীর্তি কলাপ আর স্মৃতি ছাড়া কিছুই যোগ হয়না। দিনের পর দিন সবকিছুই বিয়োগ হতে থাকে। দেখতে দেখতে এমন একদিন আসবে যেদিন আমিই আমার জীবন হতে বিয়োগ হয়ে যাবো!


-এম. আশিকুর রহমান,