"প্রেম" একটি মাত্র শব্দ,
ছোট্ট এই শব্দে অনেকেই জব্দ!
এর অর্থ কিন্তু ব্যাপক!
যার বর্ণনায় প্রয়োজন অধ্যাপক।
এই নিয়ে কত শত প্রশ্ন,
কত ভাবনা বুকে নেয় স্বপ্নের যত্ন।
তেমনি এক প্রশ্ন, প্রেম বাঁচে কিসে?
একটাই জবাব, অফুরন্ত গভীর বিশ্বাসে।
বিশ্বাস ছাড়া প্রেম হয়না,
কখনো হতেও পারেনা।
প্রেমের আসল গভীরতা কত!
সংকীর্ণমনা কেউ, বুঝে ভুল অবিরত।
আসল প্রেমের পবিত্রতাকে,
মনের দরিদ্রতায় কলঙ্ক মাখে।
ভুল বুঝাবুঝি হয় তখন,
বিশ্বাস ভিত্তি নড়বড়ে যখন।
আসল প্রেমে একে অপরের হৃদয়,
বিশ্বাস ত্যাগের মহিমায় সর্বদা সদয়।