ইচ্ছে মতো কবিতা পড়ি, টিভিতে থ্রিলার মুভি, মনের সীমাহীন ঘুরাঘুরি!
আজ আমি সব করতে পারি, চারদেয়ালে ধূসর স্বপ্নের আহত আহাজারি।
তাসের রাজ্যে গোলাম, টেক্কা, কিং, কুইন ম্যারেজে, আমিই স্বাধীন রাজা,
অভিশাপের মতো জীবন আমার, নিরেট স্বচ্ছ বেকারের কঠিন কঠোর সাজা।
মেঝেতে শুয়ে সাধের স্বপ্নেরা আজ, নির্ঘুম চোখে দীর্ঘস্বাসে ভরায় বুক,
মিথ্যে ভাবনায় জীবন রাঙ্গাতে চাই, কল্পনাতে অসীম প্রেমের স্বস্তি সুখ।
সকালের ময়দা জলে মিশে আমার চোখের নুন, তেলে ভাজে পরোটা,
চায়ের কাপে বিরস বদন, সিগারেটের ধোয়া কুন্ডলীতে, ভাগ্য দেখি ফাটা।
নির্জন দুপুরে টিভি সিরিয়াল, অলস সময় আমাকে নিয়ে, উপহাস অবহেলা,
স্বাধীন আড্ডায় বন্ধু বান্ধবী, কিসের এতো তর্ক, আমার ভাল লাগে একেলা।
একটা সময় কত গল্প কবিতা লুকিয়ে পড়েছি, আজ বই নেড়েচেড়ে,
ইচ্ছেটা কোথায় হারালো, বিস্তর সময় এলোমেলো কাটে, আমার একলা ঘরে।
এমন জীবন চাইনি আমি কর্মব্যস্তহীন, কিভাবে শোধিব অনেক অজানা ঋণ,
ভাবনাগুলোও খাঁচায়বন্দী, ফুটতে পারেনি আসল রূপে, ক্ষয়ে যাচ্ছে দিনকে দিন।
অভিমানে পেয়ে বসেছে, আমায় ভীষন করে, সবকিছুতেই অভিমানে ক্ষোভ ঝরে,
মনের শংকা জাগে, চার দেয়ালে কাটবে জীবন, এমন বন্দী ঘরে!!