বুক পেতে, ভালবেসে ঠাঁই দিল, শহীদ উল্লাহ ভাই আর আলো ঘর,
আহসান হাবীব স্যার এতো বড় মনের মানুষ, অহংকারে করেনি পর।
শহীদ উল্লাহ ভাই আর আলো ঘরের প্রতি কৃতজ্ঞাতায়, নোয়াই মাথা,
বৃক্ষ রুপে পাশে পাবো আবার, আমরা কবিরা হবো তার ফুল আর পাতা।
কার্টুনিষ্ট আহসান হাবীব ছিল উন্মাদনার পাশে, প্রেরণা দিলেন উজার করে,
খোলা মনে কথা বলে হেসে হেসে দিলেন প্রেম, কবিতা তার কথায় কথায় ঝরে।
কবি বাবলু, আজিজুল হক রাসেল, সুমন কায়সার, আড্ডারস নীরবে নিলেন লুটে,
ফিজিও নিউজের শামীম ভাই, স্থির চিত্র, ভিডিও চিত্র নিলেন খুটে, খুটে।
আসরের কবি মাসুদ শুভ, ছোট্ট কবি প্রিয়, সালমী কবীর সবার কাছেই আপন,
নিজ গুনে তারা ভালবাসা পেল, কবিতার বীজ তাদের হাতে, করে যেও বপন।


(শেষ)
নিজেকে নিয়ে বলা যায়না, তাই আমি আশিক ছিলাম আড্ডাতে, এই কথাটুকু জানা থাক সকলের। কবিতাটি আড্ডার সকলকে উৎসর্গ করলাম।


আড্ডায় এই বিষয়ে,
http://www.bangla-kobita.com/ashiq/post20140608093838/