প্রিয়ারে, আমি মরে গেলে তুই আমায় দেখতে আসিস,
দেখতে আসিস, আমার ঘরে পড়ে থাকা নিথর দেহ।
তুই এসে প্রশ্ন করিস, জান পাখি তুই ঘুমিয়ে গেছিস!
একটু খানি চোখের জলও ফেলিস,
নীরব আমি, থাকবোরে আমার শেষ পরিনতিতে।
যতন করে খেয়াল করিসতো,আমার বুকের পাঁজর ভাঙ্গা কিনা!
বামে-ডানে, ঠিক বরাবর, কেমন ছিলাম তোরে বিনা।
বুকের পাঁজরজুড়ে, তোর প্রেমের ক্ষত,
অবহেলা, প্রবঞ্চনা, তোর কাছে পেয়েছিলাম যত।
প্রিয়ারে তুই, আমায় ভাল নাইবা বাসিস,
তবুও, লাশটা আমার দেখতে আসিস,
চোখের জলে, করুণ মায়ায়, সেদিন একটু ভালবাসিস।।