আমার দেশটা কষ্টের শীতলক্ষ্যা,
নোংরা জলে ভাসে লাশ।
একাত্তুরের করুণ ছবি,
বুকে জমা দীর্ঘশ্বাস।
রুদ্ধ বিদ্ধ গুমড়ে কাঁদে,
আমার বাউল মনের সুর।
চারণ কবির নতুন স্বপ্নের সকাল,
চলে যাচ্ছে বহু দূর।
চেয়ে দেখি আজ দেশের বিবেক,
লুকায় নীরবে হাঁটি।
ভুলে গেছি আমি কত কষ্টে,
কেমনে পেয়েছি এই মাটি?