সারাদিন আকাশ থাকবে, ঘন মেঘের আভরণে ঢেকে,
মেঘের তুলিতে জল রং এ, নানা রকম স্বপ্ন যাবে এঁকে।
ঝরঝর বারিধারা, অঝরে সারাদিন অবিরাম বেগে ঝরবে,
আকাশ হতে ফোটায় ফোটায়, মুক্তোদানা বুঝি পড়বে।
অবিশ্রান্ত বর্ষণের এ যেন এক, মহা বারি উৎসব,
বর্ষণের নেই বিশ্রামের তাড়া, ঝরে যাবে টপ টপ।
বৃষ্টি বিধৌত পথের পাশে, জমবে পথ ধোয়া পানি,
তাই দেখে ভরবে আমাদের, শুকনো মলিন হৃদয় খানি।
সন্ধ্যা ঘনিয়ে আসবে, আঁধার ঘন মিশ মিশে কালো,
সূর্যাস্তের বর্ণ বাহারে, মন চায় প্রিয়ারে বাসিতে ভালো।
ঘরের ভিতরে আঁধারের আল্পনা, প্রিয়ার রূপে করবে খেলা,
মনের মাঝে আদিম নৃত্য, প্রেয়সীর নদীতে ভাসাবো ভেলা।
আমার ঘরের ছোট্ট জানালায়, চোখ রাখবো দূর বনে,
চারদিক ঝাপসা হয়ে আসবে, পড়বেনা কিছুই চোখের কোণে।
প্রকৃতি হয়ে যাবে শান্ত, ধুয়ে মুছে স্নিগ্ধ আর পরিচ্ছন্ন,
এমন বরিষও দিনে, হৃদয় দুয়ার খুলে করিব সুপ্রসন্ন।


                    *বরষার আয়োজন*