কবিদের আড্ডায় গিয়েছিলাম সেদিন!
ভাবছি জমিয়ে আড্ডা হবে বেশ।
কবিদের আড্ডায় মজার থাকবেনা শেষ!
আড্ডার সবিশেষ আয়োজনে প্রিয় কবি কবীর হুমায়ূন,
কে আপনি, এদিকে আসুন, এই যে আলোঘরে।
আমি এখানে আসি নিয়মিত, জ্ঞানের আলোয় বসি।
আজ এসেছি কবিদের আড্ডায়, আপনিই প্রথম!
উহ! তাই নাকি, আর কবিরা কখন আসবেন?
পাঁচটা তো বাজে! এই সবাই এলো বলে,
চলুন আড্ডা ঘরে, সেমিনার হল চারতলা,
বললেন কবি, কবীর হুমায়ূন, পেশায় আমি ব্যাংকার,
কবিতা! বলতে পারেন শখ, লিখি মনের সুখে,
আপনিতো দেখি আসরে, পুরো দস্তুর কবি!
সবার প্রিয় কবি, কবীর হুমায়ূন,
সবাই তো জানে, আপনাকে কবি।
বাহ্ ! বেশ! বেশ! কি বলেন!
শুনেছি কবিতার বই দেখেছে আলোর মুখ,
ছেড়েছে প্রেস, আসরের মিমিদিকে উৎসর্গিত!
ওই ছেপেছিলাম, হবে কোন একবার!
তা ভাই, এতো বিনয় কিসের!
হাঃহাঃহাঃ এই আর কি!
অনেক কিছু নিয়েই, আপনি লিখেছেন কবিতা,
আজ আড্ডায় কবিতা শুনাবেন কি!
আপনার লিখনী থেকে কয়েকটা লাইন!
রাখুন তো ভাই, আমার কবিতা আজ থাক,
আমি কি এমন কবিতা লিখি!
বুঝি কম, তাই আর আমার কবিতার কথা বাদ দেন।
তবে ভাই, আপনার কবিতা কিন্তু শোনা চাই,
কবি কবীর হুমায়ূন, পরে জেনেছি আড্ডায় অসুস্থ ছিলেন, বুঝতে দেন নাই!
কবিতার ভালবাসায় এক নিবেদিত প্রাণ, কবি কবীর হুমায়ূন ভাই!


উৎসর্গঃ আসরের কবি কবীর হুমায়ূন ভাইকে। পরে আড্ডার আরও কবিদের নিয়ে লিখার ইচ্ছা পোষণ করি।