নদী
কিনারে
তুমি আছ
পদ্ম শোভায়।
ছুঁতে গেলে চলে,
যাওযে সরে দূরে
নদীর গভীর জলে।
তোমার পিছু নিতে গিয়ে
তলিয়েছি অকুল পাথারে ।
খাচ্ছি পানি, মরছি ক্ষণে ক্ষণে,
পড়েছি প্রেমের কঠিন অসুখে ।
কেমন করে বাঁচি একা তুমি বিনে,
তোমাকে দূরে রেখে আমার জীবনটা,
যেন সাহারা মরুভুমির ধূ ধূ প্রান্তর।  


*কবি বন্ধু হাসান ইমতির (অকুল পাথার) আহবানে সাড়া দিয়ে আজ আমার এই আয়োজন।।