আজ আমার কবিতায় পাঠক প্রিয়তা নেই,
খুব কমই পড়ে, কেউ কেউ আমার কবিতা।
কবিতার পাঠক প্রিয়তা বাস করে, প্রাপ্তবয়সী শব্দ ভান্ডারে!
অহেতুক আলোচনার ঝড়ে, নাস্তিকবাদীর লেখা প্যাচালে!
কপি পেস্টের কবিতা আজ, জনপ্রিয়তার আকাশের নক্ষত্র!
জনপ্রিয় কবি তালিকায়, আধিপত্য একচ্ছত্র!
কবিতার মন্তব্যের পাতায় ছাপ, অকবিতায় 'কি সুন্দর লিখনী'!
তবে সবার প্রিয় উচ্চারণে, শুধু আমি একজনই কবি!


কৌতুকের ঢঙ্গে লিখলে হয়তো মিলতো, কিছু পাঠকের ভালবাসা!
গম্ভীর রাসভারী, একনিষ্ঠ গুরুতর সাংঘাতিক গাম্ভীর্যের কবিতায় পাঠক!
সেখানে নীরব সম্মান থাক, 'কত জানে, জ্ঞান আছে ব্যাটার বলতেই হয়'! (মনে মনে)
পুরস্কারের পদক, মানপত্রের বাণী আমার জন্যেই।