মানুষের ঘুম আজ, ভাবের বসতে।
পরিবর্তনের ধারা, থাকেনা স্বভাবে!
অভাবের ব্যাকরণ, বুঝেনা মানব
শ্রেণীর সমাজ কথা, শ্রেণী সচেতন
হয়ে উঠাটা জরুরী। হয়বা ক'জন।
শ্রেণী চেতনা চাঙ্গা করে দেশপ্রেম।
সচেতনতার ভাব, শ্রেণী চেতনায়।
স্বভাবের আনুগত্য, নির্বিরোধ থাক!
যেভাবে চলছে বেশ, সেভাবেই ভালো।
অভাবের তাড়নায়, জীবন অতিষ্ট।
ভাব নিয়ে আছি ভালো, হাসিমুখে বলো।
ভাববাদের সম্মান, তোমার মাথায়
সমাজপতির তাজ! অস্তিত্বের জয়।
বস্তুবাদে মান যায়। বিকাশ বিদ্ধিত।
চেতনা প্রগতি প্রশ্ন, স্বাধীনতা খর্ব।
মানুষের জাতে ভেদ, অবহেলিত তা
মননে মগজে এক, সুরের গাঁথুনি
হা হুতাশ বঞ্চনায়, আহাজারি করে
শাসক শ্রেণীর কাছে, হাত পেতে চায়
অধিকার। যা কাউকে, কেউ কোনদিন
সহজেই হাতে তুলে দেয়না। আদায়
করে নিতে হয় কালে, ধরার নিয়মে।।