ওহে কবিবন্ধুগণ, তোমরা আমার
কাব্যগুলো বুঝে নাও। আমার নতুন
ছন্দগুলো বুঝে নাও। কুসুম যেভাবে
বাগিচাকে শোভাময় করে তোলে। ঠিক
তেমনি তোমরা এসো, আমার কবিতা
হৃদয়ে ধারন করে প্রস্ফুটিত করে
তোল। যেন চাঁদ আলো কবিতার বাগে
ঝলমল করে উঠে। সেই চাঁদ আলো
হবে নব কাব্য ছন্দ। কলি থেকে ফুল,
ছোট্ট খুকী চাঁদ বৃদ্ধা! তেমন করেই
আমার কবিতা ভাষা পাবে। পক্ক ভাষা।
এক আলোকিত ছন্দে, বিমোহিত বন্ধু
কবিরা। প্রেরণা ভাষা মন্তব্য জুড়েই।
নতুন ছন্দ উঁকি মারে, কবিতার তরে।।