কেমন আছো কবি, ব্যধি নিয়ে হাসপাতালের বিছানায়, তিমির রাত্রি ছুঁয়ে!
তুমি ফিরে এসো, আমাদের কবিতার বাগিচার উজ্জল ফুল হয়ে।
কবিতার আবেগ, অনুরাগ, অনুভুতিতে লিখছি আমার এই কবিতা,
বুকের সমস্ত কথার মালায়, শব্দের মর্মকথায় শোনাতে চাই আমার কবিতা।
তুমি কবিতার মাঝে ফিরে এসো, অজস্র কবিতা নিয়ে, প্রিয় সনেট হয়ে।
তুমি ফিরে এলে সনেট লিখবো আমি, কবিতার আসরে তোমায় দেখে।
ব্যধির তিমিরে আলো ছড়িয়ে কবিতার ভাষায় তুমি সুস্থ্যতা ফিরে পাবে।
কবিতার বসন্তে তোমার কাব্য ফুল হয়ে ফোটবে, তুমি হাসবে কবিতা পড়ে।
আমি তোমাকে কবিতা শোনাবো, আমার আনাড়ি কবিতায় বিরহ নেই।
স্বপ্ন আছে, বেঁচে থাকার অপার স্বপ্ন, বসন্ত ফুলের বাহারি সজ্জায় অসীম আনন্দ।
নেই মেঘ, অশ্রুর বিষন্নতা, তোমার জন্যেই কবিতাকে করেছি রোগের পথ্য রেসিপি।
তুমি কবিতা শুনলেই দেখবে, ব্যধি কেমন করে ভয়ে পালায়, তিমির রাত্রিতে দিনের আলো।
তুমি কবিতা শুনলেই ভালো হয়ে যাবে, কবিতা পড়লেই আরোগ্যের হাসি হাসবে।
দু'লাইন কবিতা লিখলেই, তুমি আমাদের ভালবাসা ছুঁবে।