আমার হাতে বাঁশের তীর ধনুক অথবা রাবার কাঠে তৈরি গুলতি,
লুঙ্গীর খোটে মিথ্যে গুলি, বয়সে আমি ছোট অতি।
অল্প কিছুতেই অঝরে কাঁদি, "কেঁদোনা সোনা" বলে মায়ের আকুতি,
মায়ের চারণে সাদাসিদে ঘুমপাড়ানি পল্লী গানে, মধুর শ্রুতি।
বন বাদারে অচেনা ফুল-ফল তুলি, মনের সুখে খেলি,
কলার খোলের পাত্র ভরে রাখি, হারানো সে দিনগুলি।
রাতদিনে একই ভাবনা, কিভাবে মায়ের চোখে পড়াই ফাঁকির ঠুলি!
সোনায় মোড়ানো সেই দিনগুলি, ভন্ড প্রমিকের মতো কি করে ভুলি!