নিয়ম-নীতি পদ্ধতি, কাব্যের মঙ্গলে,
সেদিনের ভুল আজ, যথা অভিমুখে।
নতুনের কাছে জিম্মি, আমাদের ঘর,
রঙ্গীন কামনা নিয়ে, মাথা চাড়া দেয়,
নিয়ম-নীতি মাটিতে মিশে সহজেই।
তারা ভক্তি নিয়ে কাব্যে ভালবাসা দিবে,
আপনার কাব্য পাঠ, লিখনীর ছোঁয়া,
প্রাণ পাবে আমাদের, কবিতা আসরে।
পাঠকের ভালবাসা, ডেকে ডেকে নয়,
কবিতা আদায় করে নিবে। তাই হোক।
কাব্য পাঠে প্রতিদান, আশায় হতাশা।
বেঈমান আসেনি যে, প্রতিদান দিতে।
আসছে নতুন কাল, নীতি বেড়াজাল,
ঢাক পিটিয়ে নিয়ম, আর শুনাবো না।
যথার্থ যা মনে হবে, কবিতার ভাল,
কেউ কষ্টের সাগরে, ভাসাক তরনী,
করবোই বলে দৃঢ়, মান্যবর সেই।
কষ্টের ফল সুমিষ্ট, হোক কবিতায়।
নীতির কথা সুন্দর, মহানুভবতা,
মাননীয় কবিগণ, শুনুন সে কথা।