নদী মোহনায় তুমি নীড় বাঁধো,
পাহাড়ের পাদদেশে এসে তুমি নীরবে কাদোঁ।
পাথরের বুকে তুমি চুমি যাও চুপিচুপি,
প্রেমের কাব্যে তুমি দাও উঁকিঝুঁকি।
হলদে পাখির নাচ দেখে তুমি মুগ্ধ হও!
সাদা বকের পানে তুমি হৃদয় খুলে চেয়ে রও।
জলাধারে মাছরাঙ্গার ভিরে তুমি চোখ রাখো,
পুরনো স্মৃতি ধরে তুমি কাকে ডাকো!
পুরনো বাই-সাইকেলে তুমি শহর থেকে গ্রামে ছুটে চলো,
সন্ধ্যায় আগরবাতির সুগন্ধে তুমি জীবনের কথা বলো।
ভাঙ্গা রেকর্ডারে তুমি হারানো দিনের গানের মুগ্ধ শ্রোতা,
আমার সকল জুড়ে সেই তুমিই, জেনে রাখো সেই কথা!