দুঃস্বপ্নের শক্ত শেকড়ে বন্দী মানবতার বিবেক ভালবাসা,
কষ্টের আবেগ আজ কথা বলতে শিখেছে,
চোখের জলে, রক্তের লালে নির্বাক হয়ে!
নিপীড়িত সেই আবেগ বিশ্ব বিবেকের মানবতার আশ্রমে আশ্রয় খোঁজে,
ক্লান্ত আবেগের চোখে পুরনো ইতিহাস,
লোনাজলে ঝাপসা! খুঁজে পায়না দিগন্তের আলো!
পৃথিবী আজ অসচ্ছ চশমা পড়ে আছে,
কি দারুন দেখতে! মানবতার বিবেক ভালবাসা!
নির্বাক নয়, সবাক কষ্টের আবেগ আজ কথা বলে ইসরাইলের কামান গোলায়।
লাশ হয়ে পড়ে থাকা ফিলিস্তিনে, মানবতার আর্তনাদ,
বিশ্ব বিবেকের মানবতায় নিরীহ রক্তের অভিশাপ!
থুতু ছিটাই, পেচ্ছাব পায়খানা করি আজ, বিশ্ব বিবেকের মানবতার আশ্রমে।