হৃদয়ে নাড়া দেয় অগণিত হতাশা,
আঁধারের কোলে ঝাপিয়ে পড়ি।
স্মৃতির দেয়াল জুড়ে সফলতা কোথায়!
না পাওয়ার হতাশার চকচকে পোষ্টার।
অগোছালো আজ আমার চার দেয়াল,
পূর্ব পুরুষের ভিটেমাটি উচাটন করে,
অপুষ্ট হতাশায় মরে আমার আঁধারি গন্তব্য।
ব্যর্থতার আকাশে জ্বলে উঠা তারা গুলি,
স্পষ্টতায় দহন করে।
নীরবে কবিতা আর জীবনের গীতে, ভীরু পলক ফেলি,
সময়ের চৌকাঠে নির্মম নিষ্ঠুরতা, আগত অনাগত।
গরম জলে ভিজে হৃদয়-গণ্ড!
এলোমেলো ভাবনায় জ্বলে পুড়ে ছাই,
দাড়িপাল্লায় তুলে দেই জীবনের হিস্যা,
অতীত স্মৃতির ঘুম ভাঙ্গে, জেগে উঠে
মগজের ভিতরে গুচ্ছ গুচ্ছ স্মারক লিপিতে।
সময়ের সামনে নত হই আমি,
কষ্টগুলো আমায় চুষে, মাতৃ স্তনের মতো!
আমি পরিনত হই কষ্টের জননীতে!
সীমাহীন কষ্টের খনিতে!