কালের দহনে পুড়ছে এই দেশ, এই মাটি,
এই বিশ্ব, অতঃপর এই বুক।
তবুও কবিতার ভাষা নেই, হয়ে আছে ক্রোক।
সবুজ প্রান্তর কষ্টের তীব্র অনলে পুড়ে খাক!
হৃদয়, দহনে ক্রমশঃ বেদনার কয়লা।
মেঘনা, যমুনায় যৌবনের বারি স্রোত নেই,
ভরা বর্ষায়ও!
হায়! সব আজ ভাষা হারিয়েছে।
নদী জলের কলকল ধ্বনিও!
ফুল, পাখি, গাছ, নদী আর অথৈ সাগরের বিশালতাও!
বিশ্ব যেথায় মিশে এক জলে!
কল্যাণের বীজ সুপ্ত থাকে সেই নিসর্গ লীলাভূমিতে।
দেখি বিশাল মরূদ্যান, হাহাকার তৃষিত বুক।
মানবতার পরাজয়ের গ্লানি।
চেয়ে দেখে বিশ্ববাসী, ভাষাহীন প্রকৃতি।
অন্যায় অত্যাচারে ভরে গেছে আমার দেশ,
গোটা বিশ্ব, আমার বুকে কালের দহনের আগ্নেয় গিরির অগ্ন্যুৎপাত।
রক্তে ভাসে প্রাণের আকুতি।
আমি আর লাশ চাইনা, বইতে পারিনা এর ভার!
রক্ত নয়, যুদ্ধ নয়, মানবতার হোক জয় জয়কার!