শান্তির দুয়ার রুদ্ধ হয়েছে, বৈরাগ্যে তাঁর বাস!
দুনিয়া জুড়ে মানবতা আর মনুষ্যত্বের চলে হা-হুতাশ।
নিষ্ঠুর তুফান হাঁকিতেছে প্রাণ, বাজিয়ে প্রলয় শিঙ্গা,
মানবতার শেষ সম্বল মুছে, ডুবিছে ন্যায়ের ডিঙ্গা।
অন্যায় আর জুলুমের অনলে, শান্তি ছাড়িল ধরা,
সুখের তরে কেঁদে কি হবে, মানব বিবেক মরা!
নিজের বুকে প্রদীপ জ্বেলেছে, জগতের আলোর লাগি,
কিসের ফুৎকারে নিভে গেল, মানব বিবেক ত্যাগী।
অকারনে চোখের জলে ভাসি, কষ্ট বুকে বাঁধি,
ঝরনার মতো গুলা বারুদে, বিবেক চক্ষু মুদি!
ভয় কেন আজ আঁধার দূরিতে, জাগাও আলো!
নরকের দ্বার ভেঙ্গে ফেলে, ডুবাও সকল কালো।
এই জগতে ন্যায়ের সত্য, সদা ফুটে রবে,
বিশ্ব শান্তি জয় করতে, মরণই শক্তি হবে।