গভীর শোকে কেউ কেউ আজ তাঁকে স্মরণ করে যাচ্ছেন,
তাঁর কীর্তিময় জীবনের বহু কথা।
আর আমি ভাবছি, এখন তিনি কি করছেন!
কি ভাবছেন!
কিছু কি লিখছেন!
যদিও তিনি অনেক আগেই উর্দ্ধে চলে গেছেন,
দীর্ঘশ্বাসে আমার বুকের পাঁজর ভারী হয়ে আসে,
হয়তো কেউ কেউ কাঁদছে, আজ তাঁর এই চলে যাওয়ার দিনে।
আমার ভাবনা জুড়ে শুধুই তাঁর অমরত্ব!
দেহ হয়তো মাটির সাথে সমান্তরাল হয়েছে,
কিন্তু তাঁর অফুরন্ত লিখনী শক্তি,
অমৃতান্বেষী ভাবুক মন,
দিব্যি আমার মাঝে এসে ভর করে!
প্রতি মুহূর্তেই তাঁর হাজারো কীর্তি-কর্মের সাথে আমি আলোচনা মুখর হয়ে উঠি।
লোকালয়ে আমি তাঁর হয়ে কথা বলি!
তাঁর ভাবনা নিয়ে আমি লিখতে থাকি,
আমি স্পষ্ট শুনি তিনি কি ভাবছেন!
আমার লিখনীতে তিনি, শিশু সুলভ হাসি হাসছেন!