বর্ষা আর বন্যা,
হাসি আর কান্না।
জল করে থৈ থৈ,
হাঁসগুলি গেলো কই!
খোকা পিছলে চিৎপটাং,
খুকু হাসে লাফায় ব্যাং!
মাঠ ঘাট থৈ থৈ,
মাছ ধরি ঢেলা কৈ!
অঝরে ঝরে বৃষ্টি,
ছোট মাছে বকের দৃষ্টি।
ঘরে তোরা আয় রে,
আর খেলা নয় রে।
খোকা খুকু বাছা রে,
তাড়া করে আয় রে,
আর নয় বাইরে,
মজার খিচুড়ি খাইরে।