আমি কষ্টের আস্তানায় যাবো,
কষ্টের সব কটা রূপ দেখে নিবো!
নিবিড়ে কথা বলবো কষ্ট মহাজনের সাথে,
দেখবো তাঁরও বুকের খাঁজে কষ্টের বাহারি রং!
আমি কষ্টের আস্তানায় যাবো।
সেখানে ভেঙ্গেছে আমার রঙ্গীন স্বপ্ন!
ভালবাসা গোপনে শোক জানায় যেখানে।
বিশুদ্ধ কষ্টের শিকড়ে জল ঢেলে দিবো!
তরতাজা হয়ে উঠবে সবুজ কষ্ট!
পরম মমতায় আমি সেই কষ্ট ছুঁয়ে দিবো।
আজ আমি নিশ্চিত জেনে গেছি,
আমার পরম সুখ, কষ্টের আস্তানায় লুকিয়ে আছে!
যদি সেই সুখ ফিরে পেতে চাই,
তবে কষ্টের আস্তানায় আমাকে যেতেই হবে!
এর আর কোন বিকল্প নাই!
কষ্টের আস্তানায় আজ আমি দাড়িয়ে আছি তাই!
চিৎকার করে বারবার বলছি-
আমি সুখ চাই, পরম সুখ, শান্তি চাই, অপার শান্তি।