সত্য সুন্দরের প্রার্থনায় নিরবধি পথ চলি,
আলো ছড়িয়ে আঁধার হঠাবো, মনে মনে বলি।
নিঃস্বার্থ পথে কঠোর কঠিন কষ্টে জড়াই,
তবুও যুদ্ধ থেমে নেই, এ আমার সত্য সুন্দরের বড়াই।
জেগে উঠা নিজের কুপ্রবৃত্তিতে লাগাম দেই,
খারাপের মাঝে বেড়ে উঠা কীট, শুদ্ধ সত্য সুন্দরের আলোতেই।
প্রতিকুল অসুন্দর চিন্তা, কর্ম, কালিমা লেপে দেয় মনে,
সত্য সুন্দর মানুষ হতে চাই আমি যেই ক্ষণে।
অগ্রসরি আমি বীর, অস্ত্র আমার নিজের বিবেক,
মন নিয়ে যুদ্ধ, নিজের মধ্যেই আজ আমি অনেক!
নিরলস চেষ্টায় সত্য সুন্দরের জয়,
স্রষ্টার কাছে নিজেকে সঁপে দেই, নিয়ে পুণ্য হৃদয়।