বাবায় যদি রাজা হতো,
ভালো হতো কত্তো!
আমি হতাম রাজকুমার,
চাকর নফর এত্তো!
বাবায় যেতেন সিংহাসনে,
আমি থাকতাম পিছে,
উজির নাজির পাইক পেয়াদা,
ভয়েই কাঁপতো মিছে!
ঘোড়ায় চড়ে শিকার করতে,
বাবার সাথে আমি,
দূর থেকে ঐ গরীব প্রজা,
ঠুকতো যে সালামি!
বলতো সবে রাজকুমার,
ভালো সবার চেয়ে,
মা দিতো অনেক আদর,
একটু কাছে পেয়ে।
বাড়ি হতো দালান কোঠা,
খেতাম ভুড়ি ভোজ,
মা যে হতো রাজরানী,
পোলাও কোরমা রোজ!
তখন কি আর ফুটপাথে,
পলিথিনের এই ঘর,
কিছুই পাওয়া হয়নি আমার,
ঈদ যে দু'দিন পর!