জগতের এই জ্বলন্ত উদ্যান কিসের জন্যে!
যেখানে পূর্বসুরীরা বুনে দিয়েছিল মুক্তির হাসি পুষ্পের বুকে।
শান্তি মন্ত্রের মিহি চিকন সুরে বহুদূর টেনেছে আপন করে,
কাছাকাছি মনে প্রাণে ভালবাসায়।
আলো ছায়া একে অপরের বন্ধনে পাশাপাশি!
আজ আবার দিন বদলে যাচ্ছে।
শান্তির মন্ত্রে বিদায়ের শেষ আকুতি।
বলতে পারিনি কিছুই!
তাই আজ এসেছি শেষ আর্তি নিয়ে,
শান্তির পবিত্র জল এনেছি,
মানুষের কষ্টে ঝরে পড়া চোখের জল।
রূপকথার সুখপাখি আর সোনার চাবি!
শান্তির মন্ত্রপাঠ হবে নতুন করে,
পূর্ণিমার চাঁদের আলোয়,
আধ ফোঁটা ফুল কলি হাতে নিয়ে!
আকাশ পানে তাকিয়ে!
এরপর আসবে ঝড় তুফান,
ধুয়ে মুছে দিবে আমাদের জগৎ।
সবার চোখে নতুন আলোর ভোর।
রঙ্গীন শান্তির ফিরে আসা।
ভালো থাকবে আমাদের দুনিয়া।