বড্ড দুঃসময়, বাতাসে বিষ, রৌদ্রে জ্বালা আর জোসনার আলো বড় ম্লান!
এখানে ওখানে ধ্বস, আগুন, নদীতে ডুবে যায় লঞ্চ মিনিটেই!
তবুও আশায় থাকি, শুভদিন আসবেই ফিরে,
ভবন বা প্লাজার ভিতর দিয়ে,
এঁকে বেঁকে কোনও রকমে,
হামাগুড়ি দিয়ে দিয়ে!
অথৈ নদী সাঁতরে।
উঠে দাঁড়াবে ফুটপাথের নিঃস্বরাও!
দেখবে তাদের সামনে, আশা ভালবাসায় মোড়ানো এক দিন।
হাসপাতালের রোগীরাও ভুলে যাবে মরণ ব্যাধির যন্ত্রনা!
সড়ক মহাসড়কে কোথাও যানজট নেই।
লাল বাতি নেই!
টেলিফোনে দুঃখিত নেই!
হারানো বন্ধু, হারানো বই আর হারানো গান,
ফিরিয়ে দিবে হারানো সেই দিন!
সুন্দরী কমলার নাচ!
বাগিচার ফুল, পাখির গান, বাঁশির সুর!


বড্ড দুঃসময়, তবুও আশায় থাকি
ফিরবেই শুভ এমন দিন।