আবার বৃষ্টি নামে,
ব্রতী বৃৃক্ষ পাতার জিহ্বা বাড়িয়ে নাগালে পাওয়া
প্রতি ফোঁটা জল শুষে নেয়, চেটেচেটে।
তবুও জলের ঢেউ মাটির দেহে!
বয়ে চলে নিরবধি।
খাঁজে খাঁজে, শিরায় শিরায়!
দু'চোখ মেলে সব দেখি
আমি বৃষ্টিতে ভিজে ভিজে!
তৃঞ্চায় কাতর আমি,
জল স্বল্পতায় খাবি খাই!
ঘোর বর্ষা দৌড়ে বেড়ায়!
আমি মরু রূপে, তোমার অপেক্ষায়।