তুমি এক নারী, তোমার শেষ কোথায়!
তোমাকে বাজিয়ে শুনবো বলে, এই দরিদ্র শহরে আমি,
কোথায় পাবো তোমাকে বাজানোর যন্ত্র!
সীমাবদ্ধ এই নগরে!
তুমি এক নারী, সর্বাঙ্গে ভোরের অমলিন শুদ্ধতা!
কথার মাঝে আলোক দ্যুতি ছড়াবে!
তোমাকে দেখলেই, হাঁটুভাঙা ভালোবাসার কথা মনে পড়বে, গোপনে!
তোমাকে কবিতার বর্ণমালার "দ" এর মতো ভেঙ্গে রচিত হবে প্রজন্ম উল্লাসের কাব্য!
তুমি এক নারী, শালীনতার বৃত্তেই আধুনিক!
তোমায় স্বমর্যাদায় আপন করে নিবো, কুলীন পুরুষ আমি।
আমার এই নিঃসঙ্গ বিষন্নতার নিয়ন্ত্রক হবে, তুমি এক নারী।
বসন্তের উদাস হাওয়ায় আমায় মুগ্ধতায় বাঁধো, উড়িয়ে রঙ্গীন শাড়ী।