পুরনো ইটের প্রসাদ, সেই ঝাউ বন,
নির্জন সন্ধ্যা এখনো রয়ে গেছে।
একদা এখানেই ঝরে পড়তো শাশ্বত প্রেমের প্রতিশ্রুতি,
হায়! আজ তা নির্মম নিয়তির বিলাপ।
সেই স্মৃতির প্রতিটি পাতায় পাতায়,
কতো না রঙ্গিন আল্পনা এঁকেছি।
কামনাবিধূর সেই নিঃসীম আলো আঁধারে,
কত যে একে অপরের মাঝে হারিয়ে গেছি!
প্রেমের সেই নিবিড় গভীরে,
দীর্ঘশ্বাস, নির্জনতা ঘিরে,
হারিয়েছি অজানায়, আর পাবো না ফিরে,
নীড় হারা পাখি আজ, হাজার নীড়ের ভিড়ে।