ধান রোয়েছি ক'দিন হলো!
মাত্র ক'টা দিন।
বকেয়া তো সবই দিবো,
সবুর করেই নিন।
আজও জমির ধান পাকেনি,
চাল নেই ঘরে।
সাত বছরের ছোট্ট ছেলে,
ভুগছে কালা জ্বরে।
গিন্নী আজ ক'দিন হলো,
খায়নি কিছু ভাই।
হালের বলদ গেছে মারা,
কাঁদছে শুধু তাই।
শাক পাতার জাউ রেঁধেছে,
সাথে মরিচ বাঁটা।
এমন করে চলেই যাবে,
দিন মাত্র কটা!
ক্ষুধার জ্বালায় পেটে ব্যাথা,
খাটছি সারা দিন।
সব বকেয়া দিয়েই দিবো,
আজকে বাকী দিন।