নিয়তির হাঁপরে ফুঁ!
তেজদীপ্ত অগ্নি শিখায় আমার ভাগ্যের দহন।
লোহার মতোই পুড়ে গলে যাচ্ছে প্রতিনিয়ত!
ক্রমে ক্রমেই নিঃশেষ।
আমার কুসুমের মতো মন,
চাওয়া পাওয়ার হিসেব মিলায় যখন,
শুধু উপেক্ষা, অবহেলার জ্বালা জ্বলে গন-গন।
ভালোবেসেছিলাম সর্বস্ব উজাড় করে,
হেলাতে ফিরেছি আমারই আপন ঘরে।
আমি তা-ই চাই যত কষ্টই হোক,
কারোও সুখ বাসরে নিজেকে জ্বালিয়ে,
নিয়তির হাঁপরে দেবো ফুঁ,
আমার দহন হবে,
কারও বাসরের আলোকিত সুখ।