তোমার হাসিতে অবাক চেয়ে থেকে কত রাত কেটে গেছে!
ঘুমহীন তুমি আর আমি পাশাপাশি।
আকাশের চাঁদ তারা সাক্ষী!
তোমার চিবুকের তিল সাক্ষী!
পড়ন্ত বিকেলে লেডিস হলের পাখিরা সাক্ষী!
ঝির ঝির বাতাসে তোমার কাঁপা ঠোঁট সাক্ষী!
খাঁ খাঁ করা নিঝুম দুপুরে ঝোঁপের আড়ালে,
তোমার গহীণে আমার গভীর স্পর্শ চেয়েছিলে তুমি,
আকুলি-বিকুলি কামনায়।
তোমার হাত পায়ের আঙ্গুল সাক্ষী!
সাক্ষী আমার হাত, তোমার অন্তর্বাস!
ভোরের আগুন স্পর্শ করার আগেই কোন একদিন ডেকেছিলে,
আমার ঘুম ভাঙিয়ে।
তোমার আগুনে আমাকে পুড়াতে চেয়েছিলে!
পতঙ্গের মতোই আমি সেদিন পুড়েছিলাম সেই আগুনে!
সেদিন বুঝেছি পুড়ে যাওয়ার সুখ!
সাক্ষী তোমার আমার ভালোবাসা,
আমাদের প্রেম আর আমাদের মন।
দু'চোখে শ্রাবণের বৃষ্টি নিয়ে শপথ চেয়েছিলে,
আমার এই ভালোবাসা কল্পনা নয়!
সাক্ষী তোমার আমার চোখ,
সাক্ষী শ্রাবণের মেঘ,
তোমার চুলে লেগে থাকা বৃষ্টির জল ছুঁয়ে জেনেছিলাম সেদিন,
আমার এই ভালোবাসা ভ্রম নয়!
কল্পনা নয়!
ঘুমিয়ে দেখা কোন স্বপ্নও নয়!
আমার এই ভালোবাসা মিথ্যে নয়।