হে প্রভু, খুলে দাও আমারই জ্ঞানের আলো,
দূর করে দাও আমার মনের সকল কালো।
জ্ঞানের পাঠশালে দাও গো আমায় ঠাঁই,
সকল কিছু ভুলে আমি তোমার হতে চাই।
হিংসার দুয়ার দাও বন্ধ করে,
প্রেম ভালোবাসা দাও হৃদয় ভরে।
মলিন চিত্তের পর্দা মুক্ত করে,
আমার আপন ভুবন যেন নিতে পারি গড়ে।


হে প্রভু, চলতে পারি যেন নিজেকে সামলে,
বিবাদ বিভেদ ভুলে সবাই রবো একই দলে।
সুখ বাসরে আমরা সবাই যেন কবিতার পাখি,
হিংসা ক্রোধ ভুলে কবিতার প্রেম হৃদয়ে রাখি।
তোমার নিকট আজ বাংলা কবিতার মঙ্গল প্রার্থনা,
প্রিয় কবিতার ঘরে কখনও অশান্তির অগ্নি জ্বেলো না।
আমার যা কিছু আছে ওগো প্রভু,
নিজের ঘর শূন্য করে কবিতার ঘর পূর্ণ করবো তবু।
অন্ন বারি ভুলে কবিতার যজ্ঞ যেন করতে পারি,
হানাহানির ফটক দাও আজ রুদ্ধ করি।
অন্তরে পুষ্পের ঘ্রাণ মৃদু মন্দ হাওয়ায়,
কাব্যের তরে নিবেদিত প্রতিটি প্রাণ সদায়।


প্রভু, মিনতি করে তোমারে জানাই,
ভুল কিছু করেছি ওগো এই ধরায়,
সেই পথ ছাড়লাম ওগো আজি ত্বরায়।
একই পাত্রে কাব্য সুধা পান করি,
বৃথাই যেন দ্বন্দ্বে আমরা না মরি।
চির কল্যাণের আলো জ্বালতে চাই আমরা,
অটুট বন্ধনে শক্ত হাতে কলম ধরে সত্ত্বর ত্বরা।
এসো ভাই, প্রভুর কাছে প্রার্থনা জানাই,
চলতে পারি সবাই যেন একই ধারায়।
অন্তরের রিপু করে বলিদান,
নাশ করবো আজিকে তার প্রাণ।
হে পরম করুণাময়, সঠিক পথে চলার গতি,
তুমি আমাদের হৃদয়ে খুলে দাও কাব্যের ভক্তি মতি।