জীবনের আলোহীন সন্ধ্যা নও তুমি,
অবারিত সবুজ শস্য ভূমি তুমি,
নিজে ফলে অন্যকে ফলাও।


এক চিলতে মেঘ নও তুমি,
সুনীল আকাশে স্বপ্নের পাখি তুমি,
নিজে স্বপ্ন দেখো অন্যকে দেখাও।


শুকনো নদীতট নও তুমি,
জোয়ারে উচ্ছল বিনোদিনী তুমি,
নিজে ভিজে অন্যকে ভিজাও।


মেঘের কালো দূরে থাকে তোমায় হতে,
স্বপ্নেরা ক্রমাগতই তোমার মুঠোবন্দী,
আলোকিত জ্যোৎস্নাময় আকাশ তুমি।