ইচ্ছে ছিলো দেশী ফুলে সাজাবো তোমায়,
সাজাবো আমাদের স্বপ্নের বাসর।
ডেকেছিলাম তোমায় কোন এক বসন্ত ফাগুনে,
এসো তুমি শাহবাগের ফুলের বিপণীতে,
তুমি ঠিকই এসেছিলে,
তবে সঙ্গে করে অচেনা অতিথি!
আমি ব্যস্ত হয়েছিলাম হাতের ফুলগুলো লুকাতে!
এক ফুলকুড়ানি মেয়েকে দিয়ে হাঁফ ছেড়ে বেঁচেছিলাম সেদিন।
পরিচয় হলাম তোমার সঙ্গীর সাথে,
লন্ডনী ছেলে, তোমার হবু বর!
তোমার উচ্ছ্বসিত হাসি আর চোখের ভাষায় আমি বুঝে নিলাম,
দেশী ফুলে তৃপ্ত নও তুমি!
তাই হয়তো অবহেলায় ছুঁড়ে ফেলেছো,
নিতান্তই নগণ্য ভেবে!