কেউ মরে পানি সেঁচে
কেউ ধরে শোল।
কেউ খায় পানি ভাত
নুন জলে ঝোল।
কেবা করে মাঠে কাজ
গোলা ভরে কার!
মাথার উপর বোঝা কেউ
ভার বহে ঘাড়।
দিনে রাতে কাজ করে
ব্যস্ত প্রতি ক্ষণ।
মাস শেষে লাভ গোনে
পরি পাটি মহাজন।
সারা গাঁয়ে ধানী জমি
কৃষকে পায় না।
যার কাছে বেশী টাকা
সে করে বায়না।
কুমোরের ভিটে মাটি
বন্ধক বাঁধা ঋণে।
গরীব সব যাচ্ছে মারা
পরের বোঝা টেনে।